নিজস্ব প্রতিবেদক
নগরীর আকবরশাহ্ কৈবল্যধাম সেভেন মার্কেট মোড় থেকে এক হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
এসময় মাদক বিক্রির নগদ ত্রিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল সিএমপির আকবরশাহ থানা পুলিশ ওই এলাকার কল্যাণ সমিতি অফিসের সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ মহসিন (৪৫) নামে একব্যক্তিকে আটক করে।
আটক মহসিন বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার মৃত সাদেক হোসেনের ছেলে।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৈবল্যধাম সেভেন মার্কেট মোড় কল্যাণ সমিতি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ইয়াবাসহ আসামিকে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।