নগরের ব্যাটারি রিকশা বন্ধে অভিযোগ

2

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরী এলাকায় অবৈধভাবে চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছে চট্টগ্রাম মহানগরী অটোরিকশা অটোটেম্পু মালিক সমিতি। গতকাল সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক টিটু চৌধুরী পূর্বদেশকে এ তথ্য জানান।
তিনি জানান, আমরা গত ২৭ আগস্ট সিএমপি কমিশনার বরাবর নগরীতে অবৈধ ব্যাটারি রিকশা চলাচল বন্ধের জন্য একটি অভিযোগ দায়ের করেছি। এরই প্রেক্ষিতে গতকাল থেকে প্রধান সড়কে ব্যাটারি রিকশা চলাচল নিষিদ্ধের কথা বলা হয়। আমরা সিএমপি কমিশনারের প্রতি কৃতজ্ঞ।
অভিযোগে বলা হয়, চট্টগ্রাম মহানগরীর সিএনজি অটোরিকশার বৈধ মালিকগণ এবং প্যাডেল চালিত রিকশার মালিকগণ বিভিন্ন সমস্যায় জর্জরিত। মহানগরী এলাকায় ব্যাটারী চালিত রিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের সামনে এসব অবৈধ ব্যাটারি রিকশা কীভাবে নির্ভয়ে রাস্তায় চলাচল করছে তা আমাদের বোধগম্য নয়। এই গাড়িগুলো বিশেষত কোনো ধরণের প্রশিক্ষণ ছাড়া শিশু কিশোর চালকদের মাধ্যমে গাড়িগুলো চালাতে দেখা যায়। প্রতিদিন রাস্তায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় যেমন পঙ্গুত্ব বরণ করছে, তেমনি মৃত্যুও হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে সড়কে যানজট। এসব ব্যাটারি রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ করায় সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ব্যাটারি চার্জ করতে গিয়ে দেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ ঘাটতি দেখা যাচ্ছে। এসব গাড়ি আগে শহরের অলি গলিতে চলাচল করলেও বর্তমানে শহরের প্রধান সড়কে চলাচল করতে দেখা যায়। এদের কোনো জবাবদিহীতা নাই বললেই চলে। ব্যাটারি চালিত রিক্সার কারণে আমাদের সিএনজি চালিত অটোরিকশার বৈধ মালিক ও চালকেরা এবং প্যাডেল চালিত রিকশার চালক ও মালিকেরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে এ ধরণের পরিস্থিতির কারণে চালকেরা ন্যূনতম বেতন নিতে না পারায় সিএনজি চালিত অটোরিকশা চালনায় অনিহা প্রকাশ করছে, ফলে দিনদিন চালক সংকটের কারণে গাড়ি গ্যারেজে বসিয়ে রাখতে বাধ্য হচ্ছে মালিকেরা। এ ব্যাপারে বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান ও মৌখিকভাবে অভিযোগ করার পরও প্রশাসন হতে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করায় চট্টগ্রাম মহানগরীর বৈধ সিএনজি অটোরিকশার সাধারণ মালিক ও শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ ধরনের অরাজকতা বন্ধ করা না হলে যে কোন সময় চট্টগ্রাম মহানগরীর অবৈধ সিএনজি অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশার মালিক শ্রমিক যৌথভাবে বৃহত্তর কর্মস‚চী পালন করতে বাধ্য হবে।
এ বিষয়ে সংগঠনের সভাপতি হায়দার আজম চৌধুরী পূর্বদেশকে বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা আমলে নিয়ে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ভাবে চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। আমরা চাই, এসব রিকশা বন্ধ হলে মূল সড়কে অন্যান্য যান চলাচলে স্বস্তি ফিরে আসবে।