নগরীতে ৭০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

28

নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগ। কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশের বিশেষ এই সংস্থাটি। গ্রেপ্তার আমেনা খাতুন প্রকাশ জমিলা (৩০) পটিয়া উপজেলার পশ্চিম হাইদগাঁও এর ফজল হক দারোগাবাড়ির মৃত রহমত উল্ল্যাহ ও হাসিনা খাতুন এর মেয়ে বলে জানা গেছে। সিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, গতকাল রবিবার দুপুর ১২ টায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদের তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ধৃত আমেনা খাতুন প্রকাশ জমিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।