নিজস্ব প্রতিবেদক
নগরীর চান্দগাঁও থানার ফরিদারপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ খুশি আক্তার ওরফে খুশিদা আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে র্যাব-৭। গত বুধবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। পরে জব্দ ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে বিশেষ এই বাহিনী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
র্যাব জানায়, ফ্ল্যাট বাসায় ইয়াবা মজুতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে খুশি আক্তারের ফ্ল্যাটের বেডরুমের খাটের নিচ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক খুশি আক্তার কক্সবাজার সদর উপজেলার পান বাজার রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহমান।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এআর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার খুশি আক্তার কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তুলনামূলক কম দামে ইয়াবা সংগ্রহ করে। পরে সেগুলো চট্টগ্রামে এনে নগরী ও জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত ইয়াবাসহ তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।