নগরীতে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

1

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অ্যান্টিমানি লন্ডারিং ডিভিশনের উদ্দ্যোগে এবং চট্রগ্রাম জোনাল অফিসের সহযোগিতায় গত ১৬ মে চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ৩২টি শাখাসমূহের শাখা অ্যান্টিমানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের (ব্যামেলকো) নিয়ে ‘জোনাল ওয়াকশফ অন এএমএল/সিএফটি কমপ্লায়েন্সফর ব্যামেল কোস-চট্রগ্রাম জোন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় মো. মোশাররফ হোসেন, যুগ্ম-পরিচালক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, প্রধান আলোচক ছিলেন। তাছাড়া কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অ্যান্টিমানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মোস্তফা হোসেন অ্যান্টিমানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান, চট্টগ্রাম রাশেদ সরওয়ার, করপোরেট প্রধান কার্যালয়ের অ্যান্টিমানি লন্ডারিং বিভাগের প্রধান ও উপপ্রধান অ্যান্টিমানি লন্ডারিং পরিপালন কর্মকর্তা মো. আসাদুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি