নগরীতে রাসনাস’র সভা অনুষ্ঠিত

41

নগরীর হাজারী লেইনের একটি কমিউনিটি সেন্টারে গত ১২ জুলাই ২০১৯ শুক্রবার রাংগুনীয়া সনাতনী নাগরিক সমিতি (রাসনাস) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত
মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাবু সমীর চক্রবর্ত্তী। প্রকৌশলী বাবু পালেরর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা দীপক জ্যোতি আইচ, প্রকৌশলী সঞ্জন নন্দী, অধ্যাপক সুনীল শীল, দুদক কর্মকর্তা অধীর নাথ, প্রকৌশলী অপূর্ব ধর, সাংবাদিক কাঞ্চন মহাজন, বিরাজ দাশগুপ্ত, নিউটন মহাজন, আশীষ বিশ্বাস, ডাঃ শিমুল সাহা, বিকাশ চন্দ্র দে, অরুণ পালিত প্রমুখ। বিজ্ঞপ্তি