মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল ও চকবাজার থানা যুবদল নেতা সুজন দাশসহ ১৮ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নগর ও উপজেলা থেকে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, বুধবার দুপুরে নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর আলম দুলালকে। নাশকাতার মামলায় দুলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিএনপির দাবি, জাহাঙ্গীর আলম দুলাল হাইকোর্ট থেকে জামিনে থাকার পরও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে চকবাজার থানা যুবদল নেতা সুজন দাশকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
দুলালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) এডিসি কামরুজ্জামান বলেন, নাশকতার মামলায় দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গতকাল বুধবার বিকেল ৪টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদারসা এলাকার মাহরুমা বাজারে ধানের শীষ প্রতীকের পোস্টার লাগানোর সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণের সময় ১০ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কথা হলে নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, বুধবার দুপুরে জিইসি মোড় থেকে নগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবগুলো মামলায় জামিনে থাকার পরও দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। চকবাজারে থানা যুবদল নেতা সুজন দাশকেও গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া লিফলেট বিতরণের সময় পটিয়া, হাটহাজারী থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মোট ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।