নগরের বন্দর থানার কাস্টম মোড়ে চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মো. আকবর হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে নগরের কাস্টম মোড় থেকে গ্রেপ্তার করা হয়। খবর বাংলানিউজ’র
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, রবিবার রাত পৌনে দশটার দিকে কাস্টম মোড়ে একটি সিটি সার্ভিস বাসের ভেতরে চারজন ছিনতাইকারী এক যাত্রীকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাসের অন্যান্য যাত্রীরা একজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হলেও বাকি তিনজন সহযোগী পালিয়ে যায়। স্থানীয়রা ছিনতাইকারী আকবর হোসেনকে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এক ডজন ছিনতাইয়ের মামলা রয়েছে। পরে বন্দর থানায় তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আকবর হোসেন ও তার তিন সহযোগী মিলে এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বন্দর থানায় মামলা একটি মামলা করা হয়েছে।











