নিজস্ব প্রতিবেদক
পণ্যের মান নিয়ন্ত্রণ আইন এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র্যাব-৭ এর যৌথ উদ্যোগ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন র্যাব ফোর্সেস সদর দপ্তরের আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জেবায়ের। বিএসটিআইয়ের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।
অভিযানে প্রথমে বায়েজিদ থানাধীন নয়াহাট এলাকার সাংবাদিক বিল্ডিং মোড়ে অবস্থিত ‘এভার পিওর ড্রিংকিং ওয়াটার’ নামের প্রতিষ্ঠানটিকে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (জার) পণ্যের অনুক‚লে বাধ্যতামূলক সিএম লাইসেন্স ছাড়াই ‘এভার পিওর’ ব্র্যান্ডের নামে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকায় অবস্থিত ‘এস কর্পোরেশন’ নামের প্রতিষ্ঠানটিকে ‘চাঁদনী’ ব্র্যান্ডের ফর্টিফাইড সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাত করার সময় বাধ্যতামূলক সিএম লাইসেন্স না নেওয়া এবং অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোড়ক নিবন্ধন সনদ না থাকার কারণে ওজন ও পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রতিষ্ঠানটি থেকে ৪ হাজার পিস লেবেল, ১ হাজার খালি বোতল ও ৪৫ লিটার তেল জব্দ করা হয়।
বিএসটিআই চট্টগ্রাম অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. খাইরুল ইসলাম, পরিদর্শক (মেট) সজীব চৌধুরী এবং ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য এ অভিযানে উপস্থিত ছিলেন।
বিএসটিআই চট্টগ্রাম কার্যালয় জানায়, বাজারে মানহীন ও লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এবং ভোক্তাদের নিরাপদ পণ্য নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।











