নগরীতে আরও ৩৮ জন গ্রেপ্তার

1

নিজস্ব প্রতিবেদক

অস্থিতিশীলতা সৃষ্টি ও বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় জড়িতদের গ্রেপ্তারে নগর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন থানা এলাকায় গত বুধবার মধ্যরাত পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় পরিচালিত পৃথক অভিযানে আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সকলে বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।নগর পুলিশের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, হালিশহর থানার আসামি মো. আব্বাস (৪৫), চান্দগাঁও থানার আসামি সফদার আলী প্রকাশ মিজান (৩৮), মো. ইউনুস (২৮), মো. মিজান (২২), মো. রইস উদ্দিন (৪৫), মো. আব্দুর শুক্কুর (২৮), মো. তোফায়েল (২০), মো. ইমন (২৫), জিহাদ (২২), শহিদুল ইসলাম প্রকাশ ফরিদ (৩০), আকবরশাহ্ থানার আসামি মো. বেলাল (৪৫), কাজী মো. ইমরান হোসেন (২২), সদরঘাট থানার আসামি মো. জামাল মুন্সি (৪৮), মো. মনির হোসেন (৩৮), ডবলমুরিং মডেল থানার আসামি মো. শামীম হোসেন মজুমদার (৩৫), মো. সইফুল আলম (৩৮), রাব্বি আল আহমেদ (২৮), মহিউদ্দিন (৪০), মো. ফারুক (২৭), বাকলিয়া থানার আসামি মো. আকরাম হোসেন প্রকাশ আকবর সরকার (২৫), মো. সোহেল (২৭), জহিরুল ইসলাম (৪৫), মো. শাহিনুর রহমান (৩২), কর্ণফুলী থানার আসামি মো. সালাহ উদ্দিন (৩০), চকবাজার থানার আসামি মো. শাকিল (২৪), মো. আনোয়ার হোসেন প্রকাশ মালিঙ্গা (২৬), মো. হুময়ুন কবির (৪৫), পাহাড়তলী থানর আসামি মো. নাজিম উদ্দিন (৩৪), বন্দর থানার আসামি মো. মানিক (২৫), ইপিজেড থানার আসামি আব্দুল কাদের ইমন (২৩), আসাদুজ্জামান রাফি (২৬), কোতোয়ালী থানার আসামি মো. ইউনুছ (২৯), মো. ইমাম হোসেন (৩৭), মো. রহমত (৩২), খুলশী থানার আসামি নুরুল হক (৩২), মো. বাবুল (২০), মো. সাদ্দাম হোসেন (৩৫) ও পাঁচলাইশ মডেল থানার আসামি কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন হায়দার (৪৭)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।