নগরীতে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

39

অস্ত্রসহ মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে জুবলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী ও পটিয়া থানায় চারটি মামলা রয়েছে।
মো. শাহাদাত হোসেন সাজ্জাদ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার মো. ইসমাইলের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, জুবলি রোড এলাকায় পুলিশের তল্লাশি চলাকালে একটি এলজি, দুইটি গুলি ও একটি মোবাইল ফোনসহ ছিনতাইকারী মো. শাহাদাত হোসেন সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী ও পটিয়া থানায় চারটি মামলা রয়েছে।