নগদ পরিচালনায় স্বতন্ত্র বোর্ড গঠনের সিদ্ধান্ত

1

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদ-এর পরিচালনায় একটি স্বাধীন ও পেশাদার বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার।
গতকাল রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা। খবর বাংলা ট্রিবিউন’র
বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে নগদে যেসব অনিয়ম হয়েছে, তার অনেকটাই চিহ্নিত করা গেছে। সেই সুযোগে হঠাৎ করে একটি প্রভাবশালী মহল প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকার তাদের নগদ থেকে সম্পূর্ণভাবে বাদ দেবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নগদকে পুনর্গঠন করে একটি স্বতন্ত্র ও স্বাধীন বোর্ডের অধীনে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাংলাদেশ ডাক বিভাগ কিংবা বাংলাদেশ ব্যাংক পরিচালনা করবে না। সম্পূর্ণভাবে একটি স্বাধীন ও পেশাদার বোর্ডের তত্ত¡াবধানে পরিচালিত হবে নগদের কার্যক্রম।