মহাজোট প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে শনিবার বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। যুবলীগের কেন্দগ্রীয় উপ-সমবায় সম্পাদক আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নেতৃত্বে একটি টিম এ প্রচারণা চালায়।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল আলম, আওয়ামী লীগ নেতা মো. মুসা, কাজল প্রিয় দাশ, শহীদুল ইসলাম, মো. ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোবারক বাবু, বিজয় দাশ, অজয় শীল, হাসান জাহেদ, মো. জাহাঙ্গীর, সোহেল প্রমুখ। এসময় আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক।
আওয়ামী লীগ মানে উন্নয়ন। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। বিজ্ঞপ্তি