চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিজেকেএস ১ম বিভাগ রাগবি লীগ ২০১৮-১৯ এর সুপার থ্রীর শেষ খেলায় আগ্রাবাদ নওজোয়ান (গ্রীণ) ৫৮-১০ পয়েন্টে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। লীগে রানার্স আপ হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ৩য় স্থান অধিকার করে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স। লীগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় আগ্রাবাদ নওজোয়ান (গ্রীণ) এর আরিফ হোসেন।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান। সিজেকেএস নির্বাহী সদস্য ও রাগবি কমিটির চেয়ারম্যান আ.ন.ম ওয়াহিদ দুলাল এর সভাপতিত্বে এবং রাগবি কমিটির সম্পাদক প্রবীণ কুমার ঘোষ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর ও কমিটির ভাইস চেয়ারম্যান ডেরিক র্যান্ডলফ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মো: লুৎফুল করিম সোহেল, এ.এস.এম সাইফুদ্দিন, সিজেকেএস রাগবি কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, হায়দার আলী ও লীগে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ প্রমূখ।