ধোনিকে নিয়েই ভারতের টি-টোয়েন্টি দল

34

ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়া, টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে দলে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। স্বভাবতই অনেকে ভেবে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির টি-টোয়েন্টি ক্যারিয়ারটা বোধ হয় এখানেই শেষ। তবে ভক্তদের জন্য সুখবর, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দলেই ফিরেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
ধোনি আসলে দলের সঙ্গে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেই। টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসছেন উইকেটরক্ষক রিশাভ পান্ত। তবে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন তিনি।