ধূমপান ও মাদকমুক্ত উপজেলা হচ্ছে রাউজান

13

রাউজান প্রতিনিধি

দেশে প্রথম উপজেলা হিসেবে ধূমপান ও মাদকমুক্ত হতে যাচ্ছে রাউজান। এ লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে রাউজান পৌরসভার ব্যবস্থাপনায় মাদক ও ধূমপান বিরোধী সেমিনার, শপথ গ্রহণ ও গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, মাদক ও ধূমপানের কবলে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটছে। এতে সরকারের যত আয়, তার চেয়ে বেশি ক্ষতিসাধিত হচ্ছে। তাই মাদক ও ধূমপান ছাড়তে আমাদের সচেতন হতে হবে।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান সহকারি কমিশনার (ভুমি) রিদুয়ানুল ইসলাম, ওসি জাহিদ হোসেন, আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, সহ সভাপতি শাহজান ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, শিক্ষক হাবিবুল হক, মাওলানা সিরাজুল ইসলাম মোহাম্মদ ইউনুস।
সংগঠক আরফানুল ইসলাম আবীরের সঞ্চালনায় এ সময় স্থানীয় উপজেলা পরিষদের কর্মকর্তা ও শিক্ষক, সিগারেট ব্যবসায়ী, সেবনকারীসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।