গত ২৪ ডিসেম্বর রোজ সোমবার বিকেল ৩টা থেকে ২০ দলীয় জোটের শরীক দল ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের প্রার্থী কারাবন্দী ডা. শাহাদাত হোসেন এর পক্ষে নগরীর সিরাজ উদ দৌল্লা রোড, আন্দরকিল্লা, টেরীবাজার, খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের ব্যাপক গণসংযোগ করা হয়। গণসংযোগকালে ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দরা ধানের শীষের কারাবন্দী ডা. শাহাদাত হোসেন এর পক্ষে ভোট প্রার্থনা করে জনগণের মাঝে প্রচারপত্র বিলি করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ এক তরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। জনগণকে ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হচ্ছে। বিরোধীদলীয় নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে কিনা জনগনের মনে শঙ্কা বিরাজ করছে। নেতৃবৃন্দ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহব্বান জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রব্বানী, প্রচার সম্পাদক মাওলানা হাফেজ, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, অর্থ সম্পাদক মাওলানা হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা আবুদর রহিম, সাংবাদিক আনোয়ার সাইফী, ঐক্যজোট নেতা জনাব আলী হোসাইন, মাওলানা ইউসুফ, ইসলামী ছাত্রসমাজের নগর সভাপতি এম ওয়াহিদুল্লাহ, মাওলানা আজিজুল হক, মাওলানা জাফর আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি