চসিক নির্বাচনে বিএনপির মনোনিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে নির্বাচনী গণসংযোগ নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের নজুমিয়া লাইন থেকে শুরু করে ব্রীকফীল্ড রোড,আশরাফ আলী রোড,ওমর আলী মার্কেট, শুটকিপট্টি, কলাবাগিচা হয়ে সিএন্ডবি কলোনীর চত্বরে দিকে এসে শেষ হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন,কোতোয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি মো. ইউসুফ, মহানগর যুবদলের সহ-সভাপতি এম এ রাজ্জাক, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, মহানগর যুবদলের সমাজসেবা সম্পাদক মো.সালাউদ্দীন, সহ-কোষাধ্যক্ষ সম্পাদক মো. হাসান, ওয়ার্ড বিএনপি মো.আনোয়ার হোসেন, সবুর খান, সাইফুল ইসলাম, হামিদ খান, আবুল কালাম, ওয়ার্ড ছাত্রদল নেতা শাহাদাত হোসেন নাবিল প্রমুখ। এদিকে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন কায়সার লাবু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এড, পারভীন আক্তার চৌধুরীর সমর্থনে চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ মার্চ মঙ্গলবার বিকেলে নগরীর কাপাসগোলা এলাকায় এই সভাটি অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ ভিপি, উত্তর জেলা বিএনপি নেতা অধ্যাপক ইউনুছ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, বিএনপি নেতা আউয়াল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি