ধানের শীষের জয় নিশ্চিতে এক হয়ে কাজ করতে হবে

45

জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার শাখার উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নির্বাচনী মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকার সময় নাছিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম এর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এড. আবু তাহের, মো. সেলিম চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমদ হাসনাত, বিএনপি নেতা জামসিদুল রহমান, এড.রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, মো. নাছিরুল কবির মনির, গাজী মো. হানিফ, আনিস আকতার টিটু, মো. নুর নবী, মো. তারেক চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী মনিটরিং সেলের চাকসু ভিপি মো. নাজিম উদ্দিনকে আহব্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক এড. মো. আবু তাহেরকে সদস্য সচিব করে যথাক্রমে সদস্যবৃন্দ সাবেক সহ-সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, নূর মুহাম্মদ, আজম খান, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ডা. খুরশিদ জামিল, মোঃ সেলিম চেয়ারম্যান, আবু আহমদ হাসনাত, মোস্তফা কামাল পাশা, সৈয়দ নাছির উদ্দিন, কাজী মোঃ ছালাউদ্দিন, মো. ছালাউদ্দিন চেয়ারম্যান, মাহবুব ছাফা, মো. জাকির হোসেন, মো. তোফাজ্জ্বল হোসেন, মো. ইউসুফ নিজামী, হাসান মো. জসিম উদ্দিন, মো. মোরছালিন, মো. সরওয়ার উদ্দিন সেলিম, মোবারক হোসেন কাঞ্চন, মো. আব্দুর শুক্কুর মেম্বার, এস এম ফারুক, রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, এড. নাছিমা আক্তার, মো. ফজলুল করিম চৌধুরী, মো. আলমগীর, মো. আজিজ উল্লাহ, আনিস আক্তার টিটু প্রমুখ। সভাপতির বক্তব্যে এম এ হালিম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এবং বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে দেশের কল্যাণে জনগণের স্বার্থ সংরক্ষণে ২০ দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীকে ধানের শীষ মার্কায় বিজয় সুনিশ্চিত করার জন্য সকলকে কাজ করার আহব্বান জানান। বিজ্ঞপ্তি