ধস নেমেছে সঞ্চয়পত্র বিক্রিতে

27

জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে ধস নেমেছে। গত অর্থবছরের তুলনায় চলতি (২০১৯-২০) অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে তিনগুণ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) ৩ হাজার ৬৫৯ কোটি টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের একই সময়ে (জুলাই ও আগস্ট) বিক্রি হয়েছিল ৯ হাজার ৫৭ কোটি টাকার সঞ্চয়পত্র। স¤প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থবছরের প্রথম মাসের মতো দ্বিতীয় মাসেও কমে এসেছে সঞ্চয়পত্র বিক্রি। আগের বছরের আগস্ট মাসের চেয়ে চলতি বছরের আগস্টে সঞ্চয়পত্রে বিনিয়োগ অর্ধেকে নেমে এসেছে। আগস্ট মাসে ২ হাজার ২০৫ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। আগের বছরের (২০১৮) আগস্ট মাসে ৪ হাজার ২১ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল, যা ২০১৯ সালের আগস্টের চেয়ে ১ হাজর ৮১৬ কোটি টাকা বেশি।
অর্থনীতিবিদদের মতে, মূলত চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের সুদে ওপর উৎসে কর্তনের হার ৫ শতাংশ থেকে ১০ শতাংশে বাড়ানোর ঘোষণা দেওয়ায় পরেই এর প্রভাব পড়ে সঞ্চয়পত্রের বিক্রিতে। এই প্রতিবেদনে তারই প্রতিফলন উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সরকারের নানা পদক্ষেপের কারণে নতুন অর্থবছরের প্রথম মাস থেকেই কমে আসে সঞ্চয়পত্র বিক্রি। গত জুলাই মাসে ২ হাজার ১৬০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। আগের বছরের (২০১৮) জুলাই মাসে ৫ হাজার ৩৬ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘সঞ্চয়পত্র কেনা অনেকেই কমিয়ে দিয়েছেন। আবার অনেকে আগের মতো কিনতেও পারছেন না। এর প্রধান কারণ উৎসে কর বেড়ে যাওয়া। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি আরোপও বড় ভূমিকা রেখেছে।’ বার্তা সংস্থার খবর