ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে নিজ মামার হাতেই ভাগনি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত আরজু আকতারের বাবা।
গতকাল বৃহস্পতিবার চন্দনাইশ থানায় এই হত্যা মামলা দায়ের করেন তিনি। মামলায় হত্যাকান্ডে জড়িত একমাত্র আসামি হিসেবে মামা চর খাগরিয়ার ছৈয়দ আহমদের ছেলে নাজিম উদ্দীন (৩১) কে আসামি করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার বাদী কাঞ্চনাবাদের আনোয়ার হোসেন বলেন, আমি আমার মেয়ের হত্যাকান্ডের বিচার চাই। আসামিকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।