পূর্বদেশ ডেস্ক
দেশব্যাপী ধর্ষণের ঘটনাগুলো অনেক উদ্বেগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহব্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার এক কিশোরীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
ভুক্তভোগী কিশোরীর বাবা জুলাই ছাত্র আন্দোলনের সময় দুমকি উপজেলায় নিহত হয়েছিলেন। মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিশোরী (১৭) এখন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর বিডিনিউজের।
ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক অ্যাখ্যা দিয়ে এনসিপি-প্রধান বলেন, এটি আমাদের জন্য একটি দুঃখজনক ঘটনা। আমরা পটুয়াখালীতে একটি খবর পেয়ে এখানে এসেছি। এর আগের মাগুরার ঘটনা দেখেছি, শুনেছি। সাম্প্রতিক সময়ে আমাদের মা-বোনদের উপর এই সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো আমাদের ভিতরে অনেক উদ্বেগ তৈরি করছে।
দ্রুততম সময়ের মধ্যে অপর আসামিকে গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই না, একজন সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও এই যে মর্মান্তিক ঘটনা, তার বিচার চাচ্ছি দ্রæত সময়ের মধ্যে।
এই ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা-ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে আমরা চাই সেগুলো যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়।
তিনি বলেন, সারাদেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো নিয়ন্ত্রণে আসে এবং পুরোপুরি বন্ধ করা যায়।
হাসপাতালের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের আগে নাহিদ ইসলাম এবং সফরসঙ্গীরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে কিশোরীর চিকিৎসার সার্বিক বিষয়াদি সম্পর্কে অবগত হন। তারা এ সময় কিশোরীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।
বুধবার দশম শ্রেণির ছাত্রী ওই কিশোরী মামলা করে। তাতে অভিযোগ করা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার পর রাস্তা থেকে তুলে নিয়ে মুখ চেপে দলবেঁধে তাকে ধর্ষণ করা হয়। গ্রেপ্তার আসামি একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
দুমকী থানার ওসি মো. জাকির হোসেন বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।