চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে জার্মান বুন্দেসলিগার বায়ার্ন মিউনিখের মুখোমুখি ইতালির সিরি আ’র ইন্টার মিলান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জরিমানার খবর শুনতে হল মিলান অধিনায়ক লৌতারো মার্টিনেজকে। সিরি আ লিগে ম্যাচের পর ‘ধর্মীয় অবমাননাকর’ শব্দ উচ্চারণ করায় তাকে ৫ হাজার ইউরো জরিমানা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।