গত ১৭ ফেব্রুয়ারি নগরীর ষোলশহরস্থ এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ’২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান জামেয়া মাদরাসা মাঠে গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খানের সভাপতিত্বে উদযাপিত হয়। পবিত্র কুরআনুল করীমের তেলাওয়াত ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান-এ রহামনিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল ও গভর্নিং বডির সদস্য আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন। জামেয়ার অধ্যক্ষ কাজী আব্দুল আলীম রেজভীর স্বাগত বক্তব্যের মাধ্যমে বক্তব্য সূচির দ্বার উন্মেচিত হয়।
এতে বক্তব্য রাখেন বিভিন্ন জ্ঞানী-গুণী ও বরেণ্য ব্যক্তিগণ। বক্তারা বলেন, ইসলামি ভাবধারায় উজ্জীবিত শিক্ষার্থীরা নীতি-নৈতিকতায় যেভাবে এগিয়ে থাকে তেমনিভাবে জ্ঞান গরিমার উৎকর্ষ সাধনেও তারা অগ্রণী ভূমিকা পালন করছে। এতে বক্তারা জামেয়ার শিক্ষার মান ও পরিবেশ দেখে খুবই আনন্দ প্রকাশ করেন। ধর্মীয় শিক্ষায় ও ইসলামি সংস্কৃতি চর্চায় জামেয়াকে রোল মডেল হিসেবে ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ শামসুদ্দীন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্টেন্ট সেক্রেটারী এস. এম গিয়াস উদ্দিন (শাকের), গভর্নিং বডির সদস্য আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন চৌধরী, জামেয়া মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, সাবেক অধ্যক্ষ আলহাজ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, অধ্যক্ষ সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, উপাধ্যক্ষ ড. এটিএম লিয়াকত আলী, আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, অধ্যক্ষ মোহাম্মদ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম, অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুর রহমান আলকাদেরী, সাবেক অধ্যক্ষ স.উ. ম আবদুস সামাদ, প্রবীণ আরবি প্রভাষক আলহাজ্ব আবু তাহের মুহাম্মদ নুরুল আলম, আলহাজ মাওলানা মুহাম্মদ আবুল হাশেম চৌধুরী, মুহাম্মদ আর ইউ চৌধুরী শাহীন, মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠান অর্গানাইজ করেন প্রভাষক মোহাম্মদ আজিজুল মোস্তফা ও সহকারী অর্গনাইজার প্রভাষক মাওলানা আবদুল কাদের এবং উপস্থাপনায় প্রভাষক মুহাম্মদ আহসান হাবীব মারূফ ও সহাকরী মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী। বিজ্ঞপ্তি