ধর্মবংশ মেমোরিয়াল সোসাইটির কার্যকরী পরিষদ গঠন

1

চন্দনাইশ প্রতিনিধি

ধর্মবংশ মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ-এর জেলা কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ২৭ জানুয়ারি চন্দনাইশ সাতবাড়িয়া বেপারি পাড়া বৌদ্ধ বিহারে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুনন্দ বড়ুয়া নন্দনের সভাপতিত্বে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপদেষ্টা ভদন্ত ড. ধর্ম রক্ষিত মহাথেরো। সভাপতি সুনন্দ বড়ুয়া নন্দন (চন্দনাইশ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বজিৎ বড়ুয়া (রাউজান)।
সিনিয়র সহ-সভাপতি রুমন বড়ুয়া (রাউজান), সহ-সভাপতি – গুঞ্জন বড়ুয়া (পটিয়া), জৈষ্ট্য বড়ুয়া (ফটিকছড়ি), স্বদেশ বড়ুয়া (লোহাগাড়া), অনিক বড়ুয়া (চন্দনাইশ) যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে কনক বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নিবির বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জিকু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজিব বড়ুয়া সহ অন্যরা।