ধর্মপুর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী কাল

36

ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে ২২ ও ২৩ মার্চ দু’দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২২ মার্চ বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি থাকবেন নানুপুর লায়লা কবির ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম। ২৩ মার্চ বিকেল ৪টায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ডা. আফছারুল আমীন। বিশেষ অতিথি থাকবেন নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এস এম নুরুল হুদা।
দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৩ মার্চ প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা, স্মৃতিকথার আসর, বিতর্ক প্রতিযোগিতা, দুপুরে আপ্যায়ন, বিকেলে আলোচনা সভা, প্রাক্তন শিক্ষকদের সম্মাননা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা (নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থী), প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও রত্নগর্ভা মা-দের সংবর্ধনা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি