দ্রুত নির্বাচন হলে সব সংকট দূর হবে : ফখরুল

1

পূর্বদেশ ডেস্ক

দ্রুত নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন দ্রুত জাতীয় নির্বাচন চান তার ব্যাখ্যায় তিনি বলেন, নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি হবে বৃহৎ। সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে অনেক কিছু শক্তিশালী হবে। যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে।
গতকাল শনিবার দুপুরে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ কথা বলেছেন। খবর বিডিনিউজের।
সংস্কারের আগে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে, কারো কারো এমন মন্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আবারও বলছি যে, আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটা ভুল বুঝানোর চেষ্টা করেন যে, আমরা সংস্কারের আগে নির্বাচন চাই। নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছি। বিষয়টা কিন্তু সেটা না।
ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল ‘অতিপ্রয়োজনীয়’ সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এ কথাও বলেছি যে, নির্বাচনের পরে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সকল সমস্যার সমাধান আমরা করতে চাই। যারা আমাদের দলে আছেন, অন্যান্য যেসব দল আছেন তারা এটা ভাববেন, চিন্তা করবেন।
অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনে মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

ধৈর্য ধরার আহবান : নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সকলকে ধৈর্য ধরতে এবং হঠকারিতা করে ভুল কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহবান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো না, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে। আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করতে চাই। সবাই মিলে এক সাথে হয়ে আমরা সেই দানবকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি তাহলে আমরা কেনো পারব না আমাদের জন্য সত্যিকার অর্থে নতুন সম্ভাবনার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে।
কিছু মানুষ ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল বলেন, এখানে আমাদের কোনো বিভেদ নেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি, সেই চেষ্টা সফল হবে না। ঐক্যবদ্ধভাবে লক্ষ্য পৌঁছাতে সক্ষম হবেন বলে মন্তব্য করেছেন তিনি।