দ্রুত চেম্বার নির্বাচন ও অবৈধ প্রার্থিতা বাতিলের দাবি

2

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন স্থগিত করার প্রতিবাদে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে গতকাল শনিবার আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালিত হয়। এতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চেয়ারম্যান শাহজাহান মো. মহিউদ্দিন বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ করে আজ ছিল তাদের ভোটাধিকার প্রয়োগ করে চট্টগ্রাম চেম্বারের নেতা নির্বাচন করার দিন। কিন্তু অতীব দুঃখের বিষয় সেখানে আজ প্রতিবাদ করার জন্য দাঁড়াতে হচ্ছে। কিন্তু কেন আজ প্রতিবাদ, কেন আজ মানববন্ধন, একটি কুচক্রীমহল আদালতকে ব্যবহার করে আজকের অনুষ্ঠিতব্য নির্বাচন বানচাল করে দিয়েছে। এই নির্বাচন বানচালের একমাত্র কারণ তাদের প্যানেলের অবৈধভাবে নির্বাচিত ৬ জনকে রক্ষা করা। এই অবৈধভাবে নির্বাচিত ট্রেড ও টাউন গ্রুপের নামধারী এই ৬ জনের প্রার্থিতা যে কোন কিছুর বিনিময়ে প্রতিহত করা হবে। তিনি সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন আয়োজন করে চট্টগ্রামের ব্যবসায়ীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানান।
সম্মিলিতি ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার বিশিষ্ট ব্যবসায়ী নেতা এস এম নুরুল হক বলেন, আজ যেখানে উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ব্যবসায়ীরা ভোট দেওয়ার কথা ছিল, সেখানে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন এবং লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ করতে হচ্ছে। তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন, আর কতদিন এইভাবে বিনা ভোটে মাফিয়া চক্রদেরকে চট্টগ্রাম চেম্বার দখল করে রাখার সুযোগ করে দেওয়া হবে। আমরা অবৈধভাবে বিনাভোটে নির্বাচিত ট্রেড ও টাউন গ্রুপের ৬ জনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করছি, তারা যেন আর চেম্বার ভবনে প্রবেশ করতে না পারেন।
নুরুল হক আরো বলেন, আদালত ১২ দিনের স্থগিতাদেশ প্রদান করে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন বন্ধ করে দিয়েছেন। তিনি সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করে চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রাণের দাবি বাস্তবায়নের আহবান জানান।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাঈদ আল মামুন, কামাল উদ্দিন, আহমেদ উল আলম রাসেল, কামরুল হুদা, কাজী ইমরান, আজিজুল হক, মোস্তাক আহমদ চৌধুরী, আরিফ হোসেন, মোহাম্মদ মুছা, ইমাম এরশাদ প্রমুখ। বক্তারা চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের দাবিতে আগামী দিনের যে কোন কর্মসূচিতে ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহবান জানান। খবর বিজ্ঞপ্তির