দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে টাস্কফোর্স অভিযানে ডিসি

2

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযানে অংশ নিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।
নগরীর গুরুত্বপূর্ণ রিয়াজউদ্দিন বাজারে গতকাল রবিবার নিজেই টাস্কফোর্স অভিযানে বাজারের বিভিন্ন অসঙ্গতি তদারকি করেন এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে অসাধুদের কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সিন্ডিকেট করে মূল্য বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযানের অংশ হিসেবে রিয়াজউদ্দিন বাজারে এই বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মুদি দোকান, মসলার দোকান, কাঁচাবাজার, মাংসের বাজার, খেজুর, ডিমসহ বিভিন্ন পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং হালনাগাদ না করাসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলায় মোট ৩২ হাজার ৫শ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত থেকে কার্যক্রমে সার্বিক নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ফরিদা খানম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, সাইফুল ইসলাম ভূঞা, সুমন মন্ডল অপু ও ইজাহারুল আহম্মেদ শিহাব। বিএসটিআই এর কর্মকর্তাসহ মেট্রোপলিটনের পুলিশের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।