দ্বীন প্রচার ও জনসেবাই ওলী বুজুর্গের জীবন দর্শন

1

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরীফের প্রাণপুরুষ অলিয়ে কামেল শাহসূফি আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) এর ৩০ তম ওরশ ও ফাতেহা শরিফ ২৫ জানুয়ারি বিকেলে বাগে হুদা খানকাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশ এর মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। তিনি বলেন, দ্বীন প্রচার,মানুষকে আল্লাহর পথে ডাকা এবং জনসেবায় নিবেদিত থাকাই ওলী বুজুর্গের জীবন দর্শন ও মিশন। তেমনি পীরে কামেল আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) জীবনব্যাপী দ্বীন প্রচার ও জনসেবাকে জীবন মিশন হিসেবে গ্রহণ করে বরেণ্য ও স্মরণীয় হয়ে আছেন।
মাহফিলে মুখ্য আলোচক ছিলেন ছোবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী। বক্তব্য রাখেন চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া, দরবারের নায়েবে সাজ্জাদানশিন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা, মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী, মাওলানা আবু জাফর, মাওলানা আবু মনসুর, মাওলানা সাইফুদ্দিন, মোহাম্মদ শাহজালাল প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। বিজ্ঞপ্তি