মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব, মাওলানা মামুনুর রশীদ নুরী বলেছেন, ইসলামী জীবনাদর্শ ভিত্তিক একটি সুবিন্যস্থ আদর্শ সমাজ গড়ে তুলতে হলে কুশিক্ষার অন্ধত্ব দূর করে কুরআন হাদিসের জ্ঞানের প্রদীপ বিচ্ছুরিত করতে হবে। তিনি বলেন, শিক্ষা হচ্ছে মানুষের আবশ্যিক সঙ্গী, শিক্ষার মাধ্যমে মানুষ কালক্রমে সুসভ্য জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই পাঠ্যসূচীতে কুরআন হাদিস তথা দ্বীনি বুনিয়াদী শিক্ষার প্রধান্যতা অপরিহার্য। কারন নৈতিক ও দ্বীনি শিক্ষার ক্ষেত্রে মুসলমানদের কুরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। মাওলানা নুরী নগরীর সদরঘাট পশ্চিম মাদারবাড়ী ইকরা আদর্শ নুরানী হিফজুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান বক্তার আলোচনায় একথা বলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদরঘাট থানা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন। আদর্শ সমাজ মহল্লা কমিটির সেক্রেটারী আলহাজ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ বক্তার বক্তব্য রাখেন ওয়ারিশ সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইজহারুল ইসলাম, হাটহাজারী চারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওচমান সাঈদী, বোয়ালখালী ওয়াহেদীয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ, বায়তুচ্ছালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ নুরুল হুদা, মিছিপুকুর পাড় জামে মসজিদের খতিব মাওলানা সরওয়াতুল ইসলাম, আবদুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক ভ‚ঁইয়্যা, হাকিম আলী জামে মসজিদের খতিব মাওলানা আমীর হোসাইন, তাজবিদুল কুরআন হিফজ বালক বালিকা মাদরাসার পরিচালক মাওলানা মুসলেহ উদ্দীন হারুন। বিজ্ঞপ্তি