দ্বিতীয় রাউন্ডে বিদায় আলকারাসের

2

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাস। আজ সকালে ৭৪তম বাছাই নেদারল্যান্ডের বোটিক ফন ডে জান্ডসচুলপের কাছে ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হেরে গেছেন ২০০২২ সালের চ্যাম্পিয়ন ও তৃতীয় বাছাই আলকারাস। তার এমন বিদায় রীতিমতো চমকে দেওয়ার মতোই। কারণে আগের তিন আসরে কমপক্ষে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। এই মৌসুমেই তিনি জিতে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন। ইউএস ওপেন জিতলেই এক মৌসুমে তিন গ্র্যান্ডস্ল্যাম জেতা তৃতীয় খেলোয়াড় হওয়ার কীর্তি গড়তে পারতেন তিনি।