দোহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

39

চন্দনাইশ উপজেলার দোহাজারীর ফুলতলা এলাকায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার দুপুরে দোহাজারীর ফুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। শিশুর নাম মো. রায়হান। সে স্থানীয় দিনমজুর ইলিয়াছের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মো. রায়হান উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সে তাদের ভাড়াঘরের ছাদে উঠতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়। মুমূর্ষু অবস্থায় দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।