দোহাজারীতে ডিভাইডার স্থাপনের কাজ শুরু

1

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে ২৩৬ ফুট দৈর্ঘ্যরে ডিভাইডার স্থাপনের কাজ শুরু করেছে দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগ। গতকাল সোমবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডিভাইডার স্থাপনের কাজ শুরু করে দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্টরা। ২৩৬ ফুট বা ৭১ মিটার দৈর্ঘ্যরে এই ডিভাইডার স্থাপণে ৭ লক্ষাধিক টাকা ব্যয় হবে বলে জানিয়ছেন সংশ্লিষ্টরা।
গত ১৩ মার্চ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দোহাজারী সদরে ২ শিক্ষার্থীসহ রিকশাচালক নিহত হন। এসময় এক শিক্ষার্থী আহত হয়। একইস্থানে একাধিক সড়ক দুর্ঘটনায় আরো কয়েকজন আহত ও নিহত হয়েছিলো। সাধারণ জনগণসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ, সাধারণ শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথা হয় পুলিশ, পৌর প্রশাসনসহ সংশ্লিষ্টদের সাথে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডিভাইডার, ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি ছিলো তাদের। অবশেষে টনক নড়ে দক্ষিণ সড়ক বিভাগের। গতকাল সোমবার সকাল থেকে ডিভাইডারের কাজ শুরু করে দক্ষিণ সড়ক বিভাগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী ব্রিজের উত্তর পাশে হাজারী শপিং এর সামনে থেকে ডিভাইডারের কাজ শুরু করে পুলিশ বক্স পর্যন্ত ৭১ মিটার ডিভাইডার বসানো হচ্ছে।
শিক্ষার্থী হোসেন আকিব বলেন, আমরা চাই এই দোহাজারী পুরো দেশের মানুষ চিনুক, সাধারণ শিক্ষার্থীরা দোহাজারীতে দুর্যোগপূর্ণ যে সকল সমস্যা সাধারণ মানুষের রয়েছে সেগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাকরি পদক্ষেপ গ্রহণ করবে। সড়ক বিভাগকে বিভিন্ন সময়ে দাবি দেয়ার প্রেক্ষিতে আজকের এই প্রতিফলন। আমরা সাধারণ শিক্ষার্থীরা সবসময় দোহাজারীবাসীর জনদুর্ভোগ কমানোর চেষ্টা করে যাচ্ছি।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, ইতোমধ্যেই আমরা ডিভাইডার স্থাপনের কাজ শুরু করেছি। দফায় দফায় সব কাজ করানো হবে বলে তিনি জানান।