চন্দনাইশ প্রতিনিধি
উপজেলার দোহাজারী সদরে অবৈধভাবে সিএনজি চালিত অটোরিকশার স্টেশন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম অটোরিকশা টেম্পু শ্রমিক ইউনিয়ন, দোহাজারী শাখা।
গত ২৯ মে বিকেলে দোহাজারী ফুলতলা এলাকায় মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত চট্টগ্রাম অটোরিকশা টেম্পু শ্রমিক ইউনিয়ন দোহাজারী-দেওয়ান হাট শাখার রেজিস্ট্রেশন ভুক্ত স্টেশনটি দোহাজারী হাজারী শপিং সেন্টারের সামনে বিদ্যমান রয়েছে। চালকেরা বৈলতলী থেকে যাত্রী এনে দোহাজারী সদরে নামিয়ে দিয়ে দেওয়ানহাট থেকে পুনরায় যাত্রী নিয়ে বৈলতলী যায়। কিন্তু হঠাৎ করে স্থানীয় রাজনৈতিক দলের কিছু কর্মীরা প্রভাব খাটিয়ে একই স্থানে অবৈধভাবে রেজিস্ট্রেশনবিহীন আরেকটি স্টেশন স্থাপন করে। যা সম্পূর্ণ বেআইনি বা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি। মানববন্ধনে বক্তাগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা, দোহাজারী পৌর প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে অবৈধ স্টেশনটি বাতিলের দাবি জানান।