দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলবেন সাকিব

2

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণ করেই পলিসিগত সিদ্ধান্ত নিতে হয়েছে ফারুক আহমেদকে। আর সেটি সাকিব আল হাসানকে নিয়ে। বিসিবি নীতিগতভাবে বিশ্বসেরা অলরাউন্ডারের পাশেই আছে। বিসিবি প্রধান ফারুক জানিয়েছেন, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত খেলতে বাধা নেই সাকিবের। পাকিস্তান সফরে প্রথম টেস্টের মাঝেই সাকিবকে হত্যা মামলার আসামী করা হয়। ক্রিকেট থেকে বাদ দিয়ে এ ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার লিগ্যাল নোটিশও পাঠানো হয় বিসিবি বরাবর। রাওয়াপিন্ডিতে ঐতিহাসিক টেস্ট জয়ে বল হাতে অবদান রাখেন এ অলরাউন্ডার। এমন একজন পারফর্মারকে ক্রিকেটে আরও সময় দেখতে চায় বিসিবি। ‘মিথ্যা মামলা’ বলে দাবি তুলেছেন সাকিবের সতীর্থরা। দেশে যখন রক্তপাত শুরু হয় সাকিব তখন কানাডা লিগে খেলছিলেন।