জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাশে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমিতে পাঠানোর আকাঙ্খার কথা বলেছেন। পরের ঈদটি যেন রোহিঙ্গারা মিয়ানমারে নিজ ভূমিতে ফিরে করতে পারেন, সেজন্য নিজের প্রচেষ্টার কথা রোহিঙ্গাদের সামনে তুলে ধরেছেন ইউনূস; এজন্য তাদের কাছে দোয়াও চেয়েছেন। শুক্রবার উখিয়ায় আশ্রয় শিবিরের ২০ নম্বর ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে শরিক হয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন ইউনূস, যা রোহিঙ্গাদের কাছেও সহজবোধ্য। তিনি বলেন, ‘আল্লার হাছে দোয়া গরি, সামনর ঈদত য্যান অনারা নিজর বাড়িত যাইয়েরে ঈদ গরিত ফারন।’
দ্রæত প্রত্যাবাসনের বিষয়ে উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিবকে বলবেন বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। মিয়ামানমারে রোহিঙ্গাদের ধনসম্পদ থাকার কথা তুলে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা বলেছেন সেখানে আপনাদের অনেক জায়গা-জমি রয়েছে, এখানে বোঝা হয়ে থাকতে চান না। যত তাড়াতাড়ি পারা যায় নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে বুঝিয়ে দেন, আমরাও পারি। আপনারা সবাইকে খবর দেন, যেন নিজেদের বাড়ি ফিরতে পারেন।’
কক্সবাজারের উখিয়ায় শুক্রবার লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, ‘এত কিছুর ভেতরে অনারার দায়িত্ব হত গুরুত্ব সহকারে বিবেচনা গরের আজিয়া ইয়াত উপস্থিত থাকনর মাধ্যমে ইয়ান বুঝিত পাইত্য লাইগন্য। হত গুরুত্ব দিয়ে তাইন। এ দুরততুন আইয়েরে অনারার লাই ইফতার গরিব আর অনারার খুজহবর লইব। দুঃখগান বুঝিত পরিব যাতে তাইন ইয়ানর সমাধান গরিত পারে। হাজেই বেয়াক্কুনর পক্ষত তো শুকরিয়া জানাই।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ খুব খুশি হলাম আপনাদের সঙ্গে দেখা হয়ে। আমিও চেষ্টা করব জাতিসংঘ মহাসচিবকে মনে করিয়ে দিতে, যেন কাজটা (প্রত্যাবাসন) দ্রুত হয়। ধন্যবাদ সবাইকে।’