লোহাগাড়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার বটতলী শহর শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাতে উপজেলা সদর বটতলী স্টেশনের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন শাখার আমীর অধ্যাপক জালাল আহমেদ। সেক্রেটারি ডা. আকতার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়েতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম।
অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আওয়ামী-বাকশালী ফ্যাসিস্টরা ক্ষমতা থেকে বিদায় নিলেও তারা তাদের দোসরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাই দেশ ও জাতিস্বত্তাবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ময়দানে আরো সক্রিয় ভ‚মিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার যুগপৎ আন্দোলনে বিজয় অর্জিত হলেও ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমাদের যে কোনো উদাসীনতা ও নির্লিপ্ততায় ফ্যাসীবাদী ও মাফিয়াতান্ত্রিক অপশক্তি আবারো মাথাচাঁড়া দিয়ে উঠতে পারে। তাই অর্জিত বিজয়ে অতি উল্লসিত না হয়ে বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে পালন করতে হবে দায়িত্বশীল ও ঐতিহাসিক ভ‚মিকা। তাহলেই আমরা দেশে একটি ন্যায় ইনসাফভিত্তিক শান্তির সমাজ বিনির্মাণ করতে সক্ষম হবো।