ফটিকছড়ি প্রতিনিধি
যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, আমাদের সময় কম। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। ভোটারদের ভোটে যারা বিজয়ী হবে, তাদের হাতে আমরা ক্ষমতা দিয়ে বিদায় নিব। উপদেষ্টা আরো বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর থেকে অর্থনীতি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। রিজার্ভ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ৩ মাসের ভেতর আমরা রিজার্ভে হাত না দিয়ে সরকারি আয় থেকে বিদেশি দেনা পরিশোধ করেছি।
গতকাল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হজ ও ওমরাহ বিষয়ে শিক্ষক-ছাত্র ও স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার পরিচালক হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা হজ ও ওমরাহ নিয়েও কথা বলেন। এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।