দেশে দুই কোটি মানুষ মাদক সেবন করে

1

চন্দনাইশ প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জেনা, পরকিয়া করা, গাঁজা ও মাদক সেবন করা, সরকারি গাছ কেটে আসবাবপত্র বানানোসহ ৭০ প্রকারের কবিরা গুনাহ আছে। বাংলাদেশে ১৬ কোটি ৯৮ লক্ষ মানুষ আছে। এর মধ্যে ২ কোটি মানুষ মাদক সেবন করে। তন্মধ্যে ২ ভাগ অশিক্ষিত ১ ভাগ শিক্ষিত। এইসব মাদক বাজারে বিক্রি হয়। এসব মাদক সেবন কারীরা অল্প বয়সে মারা যায়। মাদকে প্রতিবছর ৯৮ হাজার কোটি টাকার ব্যবসা হয়। এই মাদক বিমান, সড়ক ও নৌ পথে প্রচার হয়। এই সকল মানুষ বেহেশতে যাবে না। এই ধরণের গুনাহ দেশে ছড়িয়ে গেছে। ইজ্জত, বেইজ্জত, ক্ষমতা, ক্ষমতা কেড়ে নেয়ার মালিক আল্লাহ। সরকারি জাকাত ফান্ডে ২৭ হাজার কোটি টাকা জমা রয়েছে। যা বিলি করলে দেশে ভিক্ষুক থাকবে না। নিঃশ্বাসের বিশ্বাস নেই আগামীকালের ভরসা নেই। আমরা পাঁচ মাসে অনেক সংস্কার করেছি। আগামী বছরের শেষদিকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিব। যারা রাষ্ট্রীয় সম্পদ ও টাকা চুরি করে তারা কখনো দেশ প্রেমিক হতে পারে না। আমারা পাঁচ মাসে কাউকে গুম বা আয়না ঘরে বন্দি করি নাই। সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে রাতে নয় দিনেই ভোট হবে। ১৭ বছরের জঞ্জাল পাঁচ মাসে পরিস্কার করা যাবে না। রাজা বাদশা ধনী দরিদ্র সবার ভোটাধিকার সমান। জোড় করে থাকার ইচ্ছে আমাদের নেই। জন প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আমরা চলে যাব। আজকে যে পুলিশ আমাকে প্রটোকল দিচ্ছে আগামীকাল তারা আবার আমাকে ধরে নিয়ে যাবে। গতকাল ২৭ ডিসেম্বর সন্ধ্যায় চন্দনাইশে কাঞ্চনাবাদ ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার মুরাদাবাদ পূর্ব এলাহাবাদ ইসলাম প্রিয় তাওহীদি জনতার ব্যবস্থাপনায় উপজেলার রওশন হাট চৌধুরী টাওয়ার চত্বরে মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মাওলানা জমরি উদ্দনি, মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা আনোয়ার আযহারী, মাওলানা রদিওয়ানুল কাদীর, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা আব্দুর রহীম মুরাদাবাদী, মাওলানা হাফেজ নোমান জাহাঙ্গীর, মাওলানা হাফেজে তাহরে আজিজী, মাওলানা মোহাম্মদ শোয়াইব, মাওলানা ইউসুফ মুরাদাবাদী. মো. রকবি, জাহেদুল ইসলাম, মো. আবছার, মাওলানা ওমর, রফিকুল ইসলাম প্রমুখ।