দেশে গণতন্ত্রকে বিপন্নের ষড়যন্ত্র চলছে : সুফিয়ান

1

দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহŸায়ক আবু সুফিয়ান বলেছেন, বিগত দিনে পতিত আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতো। এখনো তারা বিভিন্ন কল্পকাহিনী তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে বিপন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল অশুভ অতৎপরতা রুখে দিতে হবে। গতকাল মঙ্গলবার চান্দগাঁও ওয়ার্ডস্থ সাধুরপাড়া ইউনিট বিএনপির উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে শিক্ষাসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু। চান্দগাঁও থানা তরুণদলের সাবেক সভাপতি সঞ্জয় দেব নাথের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর সহকারী মহাসচিব বিশ্বজিৎ দত্ত বাবু, মহানগর যুবদল এর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আলমগীর। বক্তব্য রাখেন মো. হাকিম, মো. রিয়াদ, মো. আমজাদ, মো. খোকন, আফসার, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন, মো. রুবেল, শ্রীদেবী, মিনু দেবী, অনুপম শর্মা, হিমেল দাশ, বৈশাখী দেবী, জয়শ্রী নাথ, রুপালী দেবী প্রমুখ। বিজ্ঞপ্তি