দেশে আওলিয়া কেরামের দুশমন মাথাচাড়া দিয়ে উঠছে : ইমাম হায়াত

2

নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, আওয়ামীলীগ স্বৈরাচারের পতনের পর জনগণ মনে করেছিল সকল অপশক্তির গ্রাস থেকে দেশ ও গণতন্ত্রের মুক্তি মিলবে এবং জনগণের নিরাপত্তা-স্বাধীনতা ও অধিকার ফিরে পাবে। কিন্তু সেই আশা আশাই রয়ে গেলো।
আমরা সর্বস্তরের জনগণ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে মাঠে ছিলাম। ৬ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, মুক্তির আশা নিষ্ফল ও ব্যর্থ হয়ে এবং মুক্তির আন্দোলন ছিনতাই হয়ে গেছে। অসহনীয় আফসোস ও প্রাণান্তকর যন্ত্রণার সাথে আমরা লক্ষ্য করছি ইসলামের শত্রু ও জীবনের শত্রু এবং দেশের শত্রু, ধর্মের মুখোশে অধর্ম উগ্রবাদি মানবাধিকার বিধ্বংসী, খুনি পাশবিক স্বৈরদস্যুতান্ত্রিক অপরাজনীতির দল, জীবনের স্বাধীনতা অধিকার নিরাপত্তার শত্রু, আন্তর্জাতিক জংগীবাদি হিংস্র সন্ত্রাসবাদের এ দেশিয় শাখা এখনো সক্রিয়। আওলিয়া কেরামের দুশমন এখন মাথাচাড়া দিয়ে উঠছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, মাজার ও বিভিন্ন ধর্মীয় কেন্দ্র ও পীর বুজুর্গদের খানকায় হামলা খুন সন্ত্রাস ধ্বংসযজ্ঞ অগ্নিসংযোগ চলছেই। আমরা আমাদের ঈমানী আকিদা আদর্শ ও যার যার ধর্ম ও জীবনের নিরাপত্তা স্বাধীনতা মর্যাদা অধিকার নিয়ে চলা আতংকজনক ও বাধাগ্রস্ত হয়ে পড়েছে।
উগ্রবাদ, সন্ত্রাসবাদ জোটবদ্ধ হয়ে রাষ্ট্র জবরদখলের চক্রান্ত করছে। আমাদের সব সক্রিয় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কেবল সাম্প্রদায়িক অপরাজনীতির দলকে ডেকে বৈঠক আগামী নির্বাচন অবশ্যই প্রভাবিত করবে। বিজ্ঞপ্তি