দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচন এগিয়ে আনুন

6

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দিন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্থিতিশীলতার স্বার্থে ও জনগণের কাঙ্খিত গণতন্ত্র পুন:প্রতিষ্ঠায় জাতীয় সংসদের নির্বাচনের তারিখ আরো এগিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি গত ১২ জুন বৃহত্তর বাকলিয়ার বিভিন্ন এলাকায় ঈদুল আযাহা উপলক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গণসংযোগকালে এসব কথা বলেন। মীর নাছির বলেন, বাকলিয়া চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত অথচ এই এলাকা দীর্ঘকাল যাবৎ অবহেলিত, উন্নয়ন বঞ্চিত। গত ১৮ বছরে বাকলিয়ার রাস্তাঘাট নালা নর্দমা খালের উল্লেখযোগ্য সংস্কার হয়নি। বাকলিয়ায় স্কুল কলেজ মাদরাসা তথা নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেনি। এক পাশে শহর অন্য পাশে কর্ণফুলী নদী বেষ্টিত বাকলিয়া মানুষের বসবাসের জন্য অনন্য সুন্দর ও অভিজাত আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠার যথেষ্ট সুযোগ ছিল কিন্তু তা হয়নি।
গণসংযোগকালে মীর নাছির চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মো. ইউসুফ, বাকলিয়া থানা বিএনপি নেতা মো. ইয়াকুব সহ ১৮ নং পূর্ব বাকলিয়ার বাসিন্দা দলের কয়েক জন গুরুতর অসুস্থ নেতার বাস ভবনে যান।
তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কয়েক জন সিনিয়র নেতা ও মহল্লা সর্দারদের বাসভবনে যান। সেখানে স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. তৈয়ব, নগর বিএনপির সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী ইউসুফ, নগর বিএনপি নেতা আবদুস সবুর, আবদুল্লাহ আল ছগীর, বর্তমান সদস্য মাহবুব রানা, বিএনপি নেতা এম এ রাজ্জাক, রোসাংগীর আমিন, এম আই চৌধুরী মামুন, সোলায়মান সর্দার, ১৮ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব আলী আজগর, ১৯ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম, সাইফুল ইসলাম, মো. হারুন, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, বেলাল হোসেন, মো. সেলিম, যুবদল সাধারণ সম্পাদক মো. মুছা, আজিজুল হক মাসুম, মো. জাহেদ, মান্নান উদ্দিন, হাজী হারুন, মো. আলমগীর, মো. নাছের আনোয়ার প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি