বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন বিভাগের উদ্যোগে ৩৩তম ব্যাচের Training On Trial Advocacy & Litigation Skills ট্রেনিং প্রোগ্রাম এর সমাপনী অনুষ্ঠান আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক প্রফেসর মো. মোর্শেদ মাহমুদ খান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভ, ফ্যাসিলেটেটর ছিলেন জয়েন্ট ডিষ্ট্রিক্ট এন্ড সেশন জজ পটিয়া, চট্টগ্রাম নাজমুল হাসান সোহান। আইন বিভাগের শিক্ষক ফারহাত ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষক ও ট্রেনিং প্রোগ্রামের কো-অর্ডিনেটর তৌহিদুল ইসলাম জিহাদী ও আইন বিভাগের শিক্ষক কামরুন্নেছা আলিফা, ৩৩তম ব্যাচের ছাত্র মো. নাইমুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব বলেন, ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে সবাই আইনের উপর আস্থাশীল থাকে। একটি দেশের শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের বিচারিক আদালতে বিচার প্রত্যাশীর জন্য একজন আইনজীবী কাজ করেন। সেই আইনের সেবক হিসেবে আইনজীবি হিসেবে যাতে দক্ষ হয়ে উঠতে পারেন সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে এই ট্রেনিং কার্যক্রম আইন বিভাগের মাধ্যমে পরিচালনা করে আসছে। একজন আইনজীবী হিসেবে আমাদের শিক্ষার্থীরা যাতে নিজেদের দক্ষতা উপস্থাপন করতে পারে সে জন্য এই ট্রেনিং প্রোগ্রাম সহায়ক ভূমিকা পালন করবে। আইনের সেবক হিসেবে সাধারণ মানুষকে আইনি সহযোগিতা করার মাধ্যমে সকলকে আইনের প্রতি আস্থাশীল করার জন্য দক্ষ আইনজীবী হিসেব আপনাদের কাজ করতে হবে।
বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের অধ্যাপক প্রফেসর মো. মোর্শেদ মাহমুদ খান বলেন, আইন পেশায় নিজেদের একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বিচারিক কার্যক্রমের বিষয়গুলো সম্বন্ধে আইন পেশায় যোগদানের পূর্বে সম্যক ধারনা প্রদানের লক্ষ্যে প্রতিটি সেশানে ছাত্র-ছাত্রীদের জন্য এই ট্রেনিং প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্রেনিং প্রোগ্রামে ছাত্র-ছাত্রীরা আইন পেশার অনেক বিষয়ে অবগত হয়ে নিজেদের একজন আইনের সেবক হিসেবে তৈরী করার দিক নির্দেশনা পায়। আমি অত্যন্ত আশাবাদী এই ট্রেনিং কার্যক্রমের ফলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এর আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা তাদের পেশাগত জীবনে একজন স্বনামধন্য আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিজ্ঞপ্তি