পূর্বদেশ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দেশের ভৌগোলিক অখন্ডতা নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘নির্বাচন আমাদের ন্যায্য পাওনা। জনগণের ভোটের অধিকার, আমাদের ন্যায্য অধিকার। সেটি আমরা বুঝে নিতে চাই। আমরা ভিক্ষা চাই না। আমি হয়তো আরো দেরিতে নির্বাচনের কথা বলতাম, কিন্তু এখনই কেন বলছি? কারণ আমি দেখছি, আমার স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি, এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখন্ডতা নিরাপদ নয়’।
গতকাল বৃহস্পতিবার বিকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। খবর বিডিনিউজের
বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপি নেতা আরও বলেন, ‘বিএনপি তো ক্ষমতায় নাই; কিন্তু এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই, চাঁদাবাজ যেখানেই আছে বুকে সাহস থাকলে তাকে ধরে ফেলেন। কিন্তু আপনাদের বুকে সেই সাহস নাই। কারণ আপনার দল, আপনার সাঙ্গোপাঙ্গ যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করছে। বড় আকারের চাঁদাবাজি করছে। ৯০ হাজার কোটি টাকা গত আট মাসে পাচার হয়ে গেছে’।
বিএনপির সদস্য সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহবানও জানান মির্জা আব্বাস। বলেন, ‘সদস্য সংগ্রহের বিষয়ে আমাদের অত্যন্ত সাবধান থাকতে হবে। কিছু গোষ্ঠী আছে যারা সুযোগ সন্ধানী। কোনো সময় রাজপথে আসে নাই, মিছিল করে নাই, মিটিংও করে নাই। হয়তো আমার সঙ্গে আপনার সঙ্গে একটা ব্যক্তিগত যোগাযোগ ছিল অথবা আছে, সেই সুযোগ নিয়ে তারা বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। আর বদনামটা বিএনপির ঘাড়ে আসছে। সেখান থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সেই শ্রেণির লোককে সদস্য করা যাবে না। আর ছদ্মবেশী আওয়ামী লীগ তো নয়ই। এটাকে মাথায় রাখতে হবে’।
কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।