নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে সম্প্রতি চালু হয়েছে বিশেষায়িত সেবা ক্যান্সার আইসিইউ সেবা। শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য এ বিশেষায়িত আইসিইউ চালু করা হয়েছে। এখানে রয়েছে ৪টি আইসোলেশন কেবিন (পজেটিভ/নেগেনিভ প্রেসারসহ) এবং ১২টি আইসিইউ শয্যা।
জানা গেছে, ক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. শেফাতুজ্জাহান, আইসিইউ বিশেষজ্ঞ ডা. মাহদী হাসানের নেতৃত্বে ১০ জন প্রশিক্ষিত চিকিৎসক ও ১৬ জন নার্স এ টিমে কাজ করছেন। শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য বাংলাদেশের এটিই প্রথম আইসিইউ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইন্সটিটিউটে সংযোজন করা হয়েছে বিশ্বের অত্যাধুনিক লিনিয়ার এক্সিলারেটর ট্রুবিম ক্যান্সার মেশিন ও সর্বাধুনিক সিটি সিমুলেটর। ক্যান্সার রোগীদের এখানে স্বল্পমূল্যে রেডিওথেরাপি সেবা, কেমোথেরাপি, পেলিটিভ কেয়ারসহ সকল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এখানে রয়েছে ক্যান্সার রোগীদের জন্য ওয়ানস্টপ সেবা।
ইতিপূর্বে চট্টগ্রামের ক্যান্সার রোগীদের ক্যান্সার চিকিৎসার জন্য বিশেষ করে রেডিওথেরাপি সেবার জন্য ঢাকায় যেতে হতো। এখন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেই ক্যান্সার রোগীদের রেডিওথেরাপিসহ সকল চিকিৎসা সম্ভব। এটি চট্টগ্রামবাসীর জন্য অনেক বড় পাওয়া। বর্তমানে এ ক্যান্সার ইন্সটিটিউটে ১৬টি আইসিইউ এবং ৬০টি সাধারণ শয্যা রয়েছে।
স¤প্রতি বাংলাদেশ কলেজ ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) উচ্চ শিক্ষার জন্য এ ইন্সটিটিউটের প্রশিক্ষণের অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতারে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ পূর্বদেশকে বলেন, বাংলাদেশে প্রথমবারের মত ক্যান্সার আইসিইউ ইউনিটি চালু করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। দেশে ক্যান্সার রোগীদের সাধারণ আইসিইউতে রাখা হয়। এতে রোগী স্বস্তিবোধ করেন না। তাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শুধুমাত্র ক্যান্সার রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু করেছে। আশা করি, চট্টগ্রামসহ সারাদেশের ক্যান্সার রোগীরা এতে উপকৃত হবেন।