দেশের নাজুক পরিস্থিতির জন্য আ.লীগের দুঃশাসনই দায়ী

1

পটিয়া প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এক প্রীতি সমাবেশ ২ নম্বেভর বিকালে পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন। প্রধান বক্তা ছিলেন দলের প্রেসিডয়াম সদস্য এডভোকেট এম আবু নাছের তালুকদার, উদ্বোধক ছিলেন দলের যুগ্ম মহাসচিব এম. রেজউল করিম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আহমদ হোসেন আলকাদেরী, কাজি মাওলানা সোলায়মান চৌধুরী, এম. মহিউল আলম চৌধুরী।
এম. বেলাল উদ্দিন আলমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, কাজী সাকের আহমদ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, পীরে তরীকত ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, শামুন রশীদ আমিরী, মাওলানা ওবাইদূল হক হক্কানী, মাওলানা সোলায়মান ফারুকী, ফয়েজ উল্লাহ খতিবী, অধ্যক্ষ আহমদ রেজা, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, কাজী আবু বক্কর সিদ্দিক, আকতার হোসেন তালুকদার, মোক্তার হোসেন শিবলী, অধ্যাপক আব্দুন নুর, মাওলানা আব্দুর রহিম সিরাজী, মাওলানা আহমদ নূর, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ জাহঙ্গীর আলম, মুহাম্মদ সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম জিহাদী, মুহাম্মদ সেলিম উদ্দিন, একরাম হোসেন, মামুন সিদ্দিকি, মুহাম্মদ ওসমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের আইন শৃঙ্খলার অবনতি তথা চলমান নাজুক পরিস্থিতির জন্য একমাত্র আওয়ামী লীগের দুঃশাসনই দায়ি। দেশের কোটি কোটি টাকা পাচারের কারণে আজকে দেশ তলা বিহীন জুড়িতে পরিণত হয়েছে। দেশের সার্বিক কাঠামো সংস্কার তথা পরিবর্তনের প্রয়োজন তার জন্য সাথে সাথে নেত্বেত্বের পরিবর্তনের জন্য দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। তাই আগামীতে দেশপ্রেমিক জনপ্রতিনিধি তৈরি করতে দলের তৃণমূলের ছাত্রসেনা, যুবসেনা ইসলামী ফ্রন্টের নেতা কর্মীদের কাঁেধ কাঁধ মিলিয়ে কাজ করা সময়ের দাবি।