দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন: সিটি মেয়র

60

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থীদেরকে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। তিনি গত ১৭ ডিসেম্বর বিকালে সিটি করপোরেশনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত সনাতনী নাগরিক সমন্বয় কমিটির সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমন্বয় কমিটির সদস্য সচিব এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের পক্ষে এড. তপন কান্তি দাশ, বিমল কান্তি দে, শচীনন্দন গোস্বামী, বিদ্যালাল শীল, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, প্রফেসর আশুতোষ দাশ, সাধন চৌধুরী, অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, বিপ্লব কুমার চৌধুরী, লায়ন তপন কান্তি দাশ, লায়ন দিলীপ কুমার ঘোষ, রতন আচার্য, রানা বিশ্বাস, শ্রীপ্রকাশ দাশ অসিত, রত্নাকর দাশ টুনু, সুজিত দাশ, পুলক খাস্তগীর, এড. নিখিল কুমার নাথ, রতন রায়, গোপাল বিশ্বাস, এড. নটু চৌধুরী, নটু ঘোষ, পংকজ বৈদ্য সুজন, সঞ্জয় ভৌমিক কঙ্কন, লিটন শীল, প্রকৌশলী সৈকত দাশ, প্রকৌশলী অমিত ধর, অমিত ঘোষ, রিপন রায় চৌধুরী, দীপ্ত সিন্হা, অসিক দত্ত, স্টালিন দে প্রমুখ। বিজ্ঞপ্তি