নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদের কুটির শিল্প ও দেশীয় বস্ত্রশিল্পের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। কিন্তু বর্তমানে আধুনিক ফ্যাশনের কারণে দেশীয় পণ্যের বাজার সংকুচিত হচ্ছে। আমরা যদি সবাই দেশীয় পণ্যের প্রতি আগ্রহী হই, তাহলে এ শিল্প আরও বিকশিত হবে এবং আমাদের অর্থনীতি শক্তিশালী হবে।
গতকাল বৃহস্পতিবার নগরীর জিইসি মোড়ে অবস্থিত জিইসি কনভেনশন সেন্টার মাঠে রমজান মাসব্যাপী ঈদ বস্ত্র, জামদানী ও ক্ষুদ্র শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত। এরপর তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।
মেলায় দেশীয় জামদানী, হস্তশিল্প, বিভিন্ন প্রকার পোশাক ও ক্ষুদ্র শিল্পের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।
মেয়র ডা. শাহাদাত বলেন, বর্তমানে আধুনিক ফ্যাশনের প্রভাব ও বিদেশি কাপড়ের আধিপত্যের কারণে আমাদের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই আমাদের দায়িত্ব দেশীয় শিল্পীদের পাশে দাঁড়ানো, তাদের যথাযথ সহায়তা প্রদান করা এবং জামদানি ও অন্যান্য কুটির শিল্পের বাজার স¤প্রসারণে উদ্যোগী হওয়া। ঈদ শুধু উৎসব নয়, এটি আমাদের শিল্প ও সংস্কৃতির সঙ্গেও জড়িত। দেশীয় তাঁত ও ক্ষুদ্রশিল্পের উন্নয়ন ও প্রসারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশীয় শিল্পকে বাঁচাতে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে দেশীয় বস্ত্র ও কুটির শিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেলার উদ্যোক্তা মো. জহির আলম, নগর বিএনপি যুগ্ম আহব্বায়ক মো. শাহ আলম, চট্টগ্রাম দায়রা জজ আদালতের বিভাগীয় পিপি অ্যাড. কামরুল ইসলাম সাজ্জাদ, ডেবারপাড় ইউনিট বিএনপির সভাপতি আলাউদ্দিন সওদাগর, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুবদল নেতা জিহাদুর রহমান জিহাদ, নুর হোসেন উজ্জ্বল, শফিক আহম্মেদ মুরাদ, নুরুল ইসলাম, ফারুক সিকদার, মোহম্মাদ কামাল, মো. হাসেম, তৈয়ব হাসানসহ নগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীসহ ব্যবসায়ী হান্নান শিকদার, শহীদ আকতার বাবুল ও সালাউদ্দিন।