সাইফুল ইসলাম তালুকদার, ইউএই
দেশে বিনিয়োগ করার পাশাপাশি আরব আমিরাতেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশীরা। তারা দেশটিতে ব্যবসা পরিচালনা করছেন সুনামের সাথে। কিন্তু দীর্ঘ দিন ধরে দুবাইয়ের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী। দুবাইয়ে প্রতিষ্ঠানের নতুন শাখা কিংবা নতুন প্রতিষ্ঠান গড়ে তুললেও তারা নিতে পারছেন না বাংলাদেশের কর্মীদের। বাধ্য হয়ে নেপাল, ভারত, পাকিস্তান বা অন্য কোনো দেশের কর্মীদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠান চালাতে হচ্ছে তাদের।
গতকাল রবিবার শারজাহ্’য় গ্রিনলাইন রেস্টুরেন্টের উদ্বোধনের সময় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী জানালেন, দেশের কর্মীরা কাজে যেমন দক্ষ, অভিজ্ঞ, তেমনি তারা কাজেও বেশ আন্তরিক। দেশি মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে দেশি কর্মী নিয়োগ দিলে তারা ব্যবসায় উন্নতি দেখতে পান। কিন্তু, ভীনদেশি কর্মীদের দিয়ে কাজ করিয়ে ব্যবসায় তেমন সুফল পাওয়া যাচ্ছে না। তাই নিয়োগ ভিসা চালু করতে কিছু সময় লাগলেও, আগে প্রবাসী ব্যবসায়ীদের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে খুব শীঘ্রই দেশ থেকে অভ্যন্তরীণ ট্রান্সফার ভিসা চালুর দাবি করেন তারা। একই সাথে দেশের কর্মীদের আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন বক্তারা ।
শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ৬ বন্ধুর যৌথ উদ্যোগে স্টার ভিলেজ সুপার মার্কেট গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশি মালিকানাধীন গ্রিনলাইন রেস্টুরেন্টের উদ্বোধনের সময় আগত প্রবাসী ব্যবসায়ীরা এসব দাবি করেন।
গ্রিনলাইন রেস্টুরেন্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক ইমরান হোসেন ফয়সাল, ইয়াসিন মোস্তাক, বশির আহমেদ, শামীম মিয়া, আনোয়ার হোসেনসহ বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়ী নেতারা।